Laden Wives: লাদেনের মৃত্যুর পর তার স্ত্রীদের সঙ্গে কী ঘটে পাকিস্তানে? বিস্ফোরক তথ্য এল প্রাক্তন পাক কর্তার লেখা বইতে

Spread the love

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সদ্যই পাকিস্তানকে ভর্ৎসনা করে ইজরায়েল মনে করিয়ে দেয় যে, কুখ্যাত জঙ্গি শিবির আলদার চিফ লাদেনকে পাকিস্তানে পাওয়া গিয়েছিল। উল্লেখ্য, ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবতোবাদের এক সাধারণ বাড়ির ভিতর ঢুকে ৪০ মিনিটের হাড়হিম করা স্ট্রাইকে বারাক ওবামার আমেরিকা হত্যা করেছিল জঙ্গি লাদেনকে। প্রশ্ন থেকে যায়, এরপর লাদেনের পরিবারের কী হয়েছে? কোথায় রয়েছেন লাদেনের স্ত্রীরা? এই প্রশ্নের উত্তর এসেছে এক বইতে।

পাকিস্তানে এককালে আসিফ আলি জারদারির রাষ্ট্রপতি থাকাকালীন সেই সময়ে তাঁর মুখপাত্র ছিলেন ফারহাতুল্লা বাবর। এই বাবরেরই লেখা বই,‘ দ্য জারদারি প্রেসিডেন্সি: নাউ ইট মাস্ট বি টোল্ড’। এই বইতেই লাদেনের স্ত্রীদের সম্পর্কে বিস্ফোরক বেশ কিছু দাবি তুলে ধরা হয়েছে। বইতে বলা হচ্ছে, ২ মে লাদেনকে আমেরিকা হত্যা করার পর তার স্ত্রীদের হেফাজতে নেয় পাকিস্তান। বলা হচ্ছে, রাতারাতিই পাক হেফাজতে থাকা লাদেনের স্ত্রীদের পর্যন্ত পৌঁছে যায় আমেরিকার সিআইএ। এক্ষেত্রে প্রশ্ন ওঠে পাকিস্তানি সার্বভৌমত্ব রক্ষা নিয়ে।

বাবর বইতে বলছেন, পাক হেফাজতে থাকা লাদেনের স্ত্রীদের পর্যন্ত মার্কিনি প্রশাসনের পৌঁছনোটা পাকিস্তানের জন্য রাষ্ট্র হিসাবে ‘জাতীয় লজ্জার!’ তিনি লিখছেন, পাকিস্তানের মাটিতে আমেরিকার এজেন্টরা সেবার দাপটে নিজেদের কাজ চালিয়েছে, যার সামনে পাক নেতৃত্ব ও সেনা কার্যত চাপে ছিল। বই বলছে,সেই সময় ইসলামাবাদ এই আশ্বাসের জন্য মরিয়া ছিল যে ভবিষ্যতে আমেরিকা একতরফা হামলা থেকে বিরত থাকবে। তবুও, বাবরের পর্যবেক্ষণ, মার্কিন যুক্তরাষ্ট্র কোনও স্পষ্ট গ্যারান্টি দেয়নি। REUTERS/Akhtar Soomro (প্রতীকী ছবি, পাকিস্তান)


Leave a Comment