শ্যুটিংয়ের ফাঁকেই লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করলেন সলমন

Spread the love

এই মুহূর্তে লাদাখে আসন্ন ছবি ব্যাটেল অফ গালওয়ান সিনেমার শ্যুটিং নিয়ে ভীষণ ব্যস্ত সলমন খান। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবির জন্য নিজেকে একেবারে অন্যরকম ভাবে প্রস্তুত করেছেন ভাইজান। বিগত বেশ কয়েকটি ছবির হতাশাজনক পরিণতির পর আপাতত এই সিনেমা নিয়ে বুক বেঁধেছেন তিনি।

তবে শুধু শ্যুটিং করেই নিজেকে ব্যস্ত রাখেনি তিনি। কাজের ফাঁকেই দেখা করেছেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কোবিন্দর গুপ্তার সঙ্গে। সৌজন্যমূলক সাক্ষাৎ সারেন তিনি। শনিবার লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে ভাইজানের কুশল বিনিময়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?

আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ

ছবিতে দেখা যাচ্ছে, লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের তরফ থেকে ভাইজানকে নেওয়া হচ্ছে একটি থানকা চিত্র, যেখানে গৌতম বুদ্ধের জীবনকে একটি চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়াও ভাইজানের গলায় উত্তরীয় পরিয়ে তাঁকে সম্মানিত করেন কবিন্দর গুপ্তা।

তবে শুধুমাত্র সাক্ষাৎ নয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভর্নরের সঙ্গে কথাও বলেন সলমন। প্রসঙ্গত, ভারত চীন যুদ্ধের প্রেক্ষাপটে বানানো এই ছবি নিয়ে ভীষণ উত্তেজিত দর্শকরা। ২০২০ সালের জুন মাসে চীন সীমান্তের গালওয়ান এলাকায় যে অশান্তির সৃষ্টি হয়েছিল, সেটাই দেখানো হবে এই ছবির মাধ্যমে।

সলমন খানকে দেখা যাবে কর্নেল বি সন্তোষবাবু চরিত্রে। এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এক কথায় বলা চলে, কর্নেলের জীবনী এবং ভারত চীনের মধ্যে চলা যুদ্ধের বিবরণ ফুটে উঠবে এই সিনেমার মাধ্যমে।

Leave a Comment