Shahid Afridi: ‘জন্ম থেকেই ওরা…’ দুবাই ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে ফের উস্কানি আফ্রিদির, কী দাবি করলেন?

Spread the love

ভারত এবং ভারতীয় ক্রিকেটারদের নিয়ে তিনি বরাবর উস্কানিমূলক মন্তব্য করতে অভ্যস্ত। ২০২৫ সালের এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের প্রস্তুতির মধ্যেই ফের মুখ খুললেন শাহিদ আফ্রিদি। সম্প্রতি সামা টিভিকে দেওয়া ইন্টারভিউতে তিনি ভারতীয় ক্রিকেটারদের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, ‘কয়েকজন তো আবার নিজেদের ভারতীয় প্রমাণ করার জন্য উঠেপড়ে লেগেছে। বেচারা, জন্ম থেকেই ওরা নিজেদের ভারতীয় বলে প্রমাণ করার চেষ্টা করছে।’

ঠিক কী বলেছেন শাহিদ আফ্রিদি?

পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এই দিন কার্যত ক্ষোভ উগড়ে দেন ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে। তিনি দাবি করেন, ‘ওখানে (ভারতে)…বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এমনকী, বাড়িঘর পুড়িয়ে দেওয়ারও হুমকি দেয়।’ পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বেচারা, জন্ম থেকেই ওরা নিজেদের ভারতীয় বলে প্রমাণ করার চেষ্টা করছে।’ নাম না করে কিছু ক্রিকেটারকে নির্দিষ্টভাবে ইঙ্গিতও করতে দেখা যায় শাহিদকে। তাঁকে বলতে শোনা যায়, ‘এখন তো আবার এশিয়া কাপে কমেন্ট্রিও করছে।’

আরও পড়ুন –

ম্যাচে নিয়ে কতটা উত্তেজনা?

প্রসঙ্গত, আগামী রবিবার ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে আয়োজিত হতে চলেছে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। কিন্তু এই ম্যাচে এখনও পর্যন্ত ভর্তি হয়নি স্টেডিয়াম। ভারতীয় অনুরাগীরা অনেকেই ম্যাচ বয়কটের দাবি তুলেছেন। চাইছেন না পাকিস্তানের সঙ্গে এই ম্যাচটি খেলুক দেশের ক্রিকেটাররা। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি পহেলগাঁও হামলার জের। যদিও এই ম্যাচের সমস্ত বিজ্ঞাপন স্লট বিক্রি হয়ে গিয়েছে।

আরও পড়ুন –

ভারত সরকারের অবস্থান কী?

কেন্দ্রের তরফে এই ম্যাচ খেলার অনুমতি রয়েছে অবশ্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের নীতি অনুযায়ী, ভারত পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক ম্যাচ খেলবে না। কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে অংশ নেবে। এহেন পরিস্থিতির মধ্যে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের মন্তব্য ভারতীয় সমর্থকদের মধ্যে ফের উত্তেজনা সৃষ্টি করল।

Leave a Comment