
পহেলগাঁও পরবর্তী সময় প্রথমবার পাকিস্তানের সঙ্গে ২২ গজে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট টিম। রাত পোহালেই রবিবার রয়েছে এশিয়া কাপের এই ম্যাচ ঘিরে দেশের নানা প্রান্তে প্রতিবাদের ঢেউ দেখা যাচ্ছে। এই ম্যাচের প্রতিবাদে সরব বিরোধী পক্ষও। উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)র তরফে ম্যাচের দিন ব্যাপক প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। এদিকে, এই ম্যাচ নিয়ে মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর কী মত? অন্যদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিজেপিও।
শনিবার মুম্বইয়ে উদ্ধব ঠাকরের শিবির শিবসেনা (ইউবিটি) জানিয়েছে, রবিবার এই ম্যাচের দিন তাঁদের দলের মহিলা কর্মীরা সিঁদুর প্রতিবাদে নামবেন। এক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেনার ‘অপারেশন সিঁদুর’র কথা মাথায় রেখেই ম্যাচ ঘিরে এই প্রতিবাদ হবে। দলের প্রধান উদ্ধব ঠাকরে বলেন, ‘প্রতিটি ঘর থেকে সিঁদুর’ প্রতিবাদ বের হবে, যেখানে শিবসেনা (ইউবিটি) মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সিঁদুরের বাক্স পাঠাবেন। উদ্ধব এদিন, প্রধানমন্ত্রী মোদীর কাছে ম্যাচটি বাতিল করে দেখাতেও আবেদন করেন।